ইবির পরিসংখ্যান বিভাগের নতুন সভাপতি ড. সাজ্জাদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিসংখ্যান বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে বিভাগের সভাপতির কক্ষে সদ্য বিদায়ী সভাপতি সহযোগী অধ্যাপক আলতাফ হোসেন রাসেলের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
ড. সাজ্জাদ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৯৯৫-১৯৯৬ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি ২০১২ সালের ৯ সেপ্টেম্বর পরিসংখ্যান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। সভাপতির দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীসহ সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।
এ সময় বিভাগের সহকারী অধ্যাপক মতিয়ার রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।
এছাড়াও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুস সাত্তার, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অর্থনীতি বিভাগের সিনিয়র অধ্যাপক আব্দুল মুঈদ, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. আবু সিনা, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. আহসানুল আম্বিয়া, অধ্যাপক ড. তপন কুমার জোয়াদ্দার ও অর্থনীতি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি সহযোগী অধ্যাপক মিজানুর রহমান উপস্থিত ছিলেন।