ফি বৃদ্ধির প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

বিভিন্ন খাতে- ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষার ফরমের মূল্য, ভর্তি ফি, হল ফি, সেমিস্টার ফি ও পরিবহন ফি বৃদ্ধিসহ বিভিন্ন খাত তৈরি করে ফি ধার্য করেছে। এসব ফি কমানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা ‘ইবি কি পাবলিক না প্রাইভেট বিশ্ববিদ্যালয়?’, ‘অতিরিক্ত ভর্তি ফি কমাতে হবে’, ‘অতিরিক্ত ফরমের মূল্য বৃদ্ধি চলবে না’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য বন্ধ করো’সহ বিভিন্ন প্রতিবাদ সংবলিত ফেস্টুন প্রদর্শন করে স্লোগান দেয়।
এ ব্যাপারে জানতে চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান বলেন, ‘ভর্তি ফি যেটা বৃদ্ধি করা হয়েছে তা শিক্ষার্থীদের স্বার্থেই করা হয়েছে। এটা শিক্ষার্থীদেরই কাজে লাগবে। শিক্ষার্থীরা যে আন্দোলন করছে এটা যৌক্তিক নয়।’