ভর্তি পরীক্ষায় জালিয়াতির অগ্রিম টাকা নিতে এসে যুবক আটক

Looks like you've blocked notifications!
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে ভর্তি করিয়ে দেওয়ার কথা বলে অগ্রিম টাকা নিতে এসে আটক গোলাম রব্বানী। ছবি : এনটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে ভর্তি করিয়ে দেওয়ার কথা বলে অগ্রিম টাকা নিতে এসে এক যুবক আটক হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁকে আটক ও মারধর করে পুলিশে সোপর্দ করেন।

আটক হওয়া ব্যক্তির নাম গোলাম রব্বানী। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা।

জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র দিয়ে সহায়তা করা হবে এমন চুক্তি করেন সৌরভ ও গোলাম রব্বানী। চুক্তি অনুযায়ী ভর্তি বাবদ অগ্রিম ২০ হাজার টাকা দাবি করেন গোলাম রব্বানী। পরে ওই টাকা নিতে রব্বানীকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে আসতে বলেন সৌরভ। আজ দুপুরে অগ্রিম টাকা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে এলে সৌরভ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের সহায়তায় রব্বানীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আমাকে বিষয়টি জানালে আমি সেখানে পুলিশ পাঠাই। পরে পুলিশ গোলাম রব্বানীকে আটক করে নিয়ে যায়।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসাইন এনটিভি অনলাইনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে গোলাম রব্বানী নামের একজনকে আটক করা হয়েছে। তিনি জালিয়াতি চক্রের সদস্য কিনা তা জানা যায়নি। তিনি এখন থানায় আছেন। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

আগামী ২২ ও ২৩ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।