প্রশ্ন ফাঁসের অভিযোগে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় বলে ঢাবি ছাত্রদলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক এস এম ইসামন্তাজ ইজাজের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবি ছাত্রদল সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকীর নেতৃত্বে আজ সকালে শাহবাগ মোড় থেকে শুরু হয়ে একটি মিছিল কাঁটাবন মোড়ে গিয়ে শেষ হয়। পড়ে সেখানে সংক্ষিপ্ত এক সমাবেশে নিজেদের বক্তব্য তুলে ধরেন নেতাকর্মীরা।
এ সময় ঢাবি ছাত্রদল সভাপতি বলেন, “গত ১২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটে ফাঁসকৃত প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করা হয়, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ গোটা বাংলাদেশের সঙ্গে প্রতারণা। তদন্ত কমিটি দ্বারা প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি প্রমাণিত, তারপরও সেই পরীক্ষার ফলাফল প্রকাশ ছাত্রসমাজের সঙ্গে প্রতারণা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ওই পরীক্ষার ফলাফল স্থগিত করে নতুন প্রশ্নপত্রে পুনরায় পরীক্ষা গ্রহণের দাবি জানাচ্ছে।”
প্রশ্নপত্র ফাঁসে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার করার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণ ও প্রশ্ন-ফাঁস-চক্রে জড়িতদের কঠোর শাস্তির দাবি জনাই।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি তানভীর রেজা রুবেল, সহ-সভাপতি সাজিদ হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক শেখ আবু তাহের, যুগ্ম সম্পাদক এম এম মহিন উদ্দিন রাজু, তানজীল হাসান, রাশেদ ইকবাল, সহসাংগঠনিক সম্পাদক এস এম জাকিউল শাহীন, নাছির উদ্দীন নাছির, হাসানুর রহমান হাসান, কাওছার মাহমুদ, রেদোয়ান আহমেদ, প্রচার সম্পাদক আক্তার হোসেন, দপ্তর সম্পাদক এস এম ইসামন্তাজ ইজাজ প্রমুখ।