রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সির দায়ে যুবকের কারাদণ্ড
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলতি শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার দায়ে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনে ব্যবসায় অনুষদভুক্ত ইউনিট ‘বি’-এর গ্রুপ ২-এর পরীক্ষা চলাকালে যুবককে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রনী খাতুন তাঁকে এ দণ্ডাদেশ দেন।
কারাদণ্ডাদেশ পাওয়া মনসুর রাবির ইতিহাস বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম এলাকায়।
বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টায় ব্যবসায় অনুষদভুক্ত ‘বি-২’ (অবাণিজ্য) গ্রুপের পরীক্ষা শুরু হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের ৪২৫ নম্বর কক্ষে ভর্তিচ্ছু আল-আমিনের হয়ে প্রক্সি দিচ্ছিলেন মনসুর। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ভর্তি পরীক্ষার হল পরিদর্শনের সময় তাঁর গতিবিধি লক্ষ্য করে কাগজপত্র যাচাই করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তিনি অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছেন বলে স্বীকার করেন। পরে ম্যাজিস্ট্রেট রনী খাতুন তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ভর্তি পরীক্ষা চলার সময়ে আমরা বিভিন্ন হল পরিদর্শন করি। সিরাজী ভবনে পরীক্ষা পরিদর্শনকালে মনসুরের গতিবিধি দেখে আমার সন্দেহ হয়। পরে কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রট তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।