রাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে অনলাইন ভর্তি আবেদন আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ১৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ থেকে ১২ নভেম্বর।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় কম্পিউটার সেন্টারে প্রথম সম্পূর্ণ অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়ার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, কম্পিউটার সেন্টারের প্রশাসক অধ্যাপক মো. খাদেমুল ইসলাম মোল্লা, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন, হিসাব পরিচালক আশরাফ-উল-হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।
এবারে ভর্তীচ্ছুদের নতুন পদ্ধতিতে অনলাইনে ভর্তি আবেদন করতে হবে। আবেদনের নতুন পদ্ধতি সম্পর্কে কম্পিউটার সেন্টারের প্রশাসক খাদেমুল ইসলাম মোল্লা বলেন, বিগত সময়ে মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে আবেদন করতে হতো। এতে শিক্ষার্থীদের নানা ভোগান্তি পোহাতে হতো। এ ছাড়া জালিয়াতি চক্রও সুযোগ নিয়ে জালিয়াতি করত। কিন্তু নতুন এই পদ্ধতিতে জালিয়াতির কোনো সুযোগ থাকছে না এবং শিক্ষার্থীদের ভোগান্তিও কমবে।
ভর্তি প্রক্রিয়া উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, অনলাইন আবেদনের ফলে ভর্তীচ্ছুরা ঘরে বসেই আবেদনের সব প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। ফলে আবেদনকারীদের শ্রম, সময় ও অর্থ সাশ্রয় ছাড়াও সামগ্রিক ভর্তি প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করা যাবে। ভর্তি আবেদনের সময় প্রদত্ত ছবিটিই শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় জীবনের সবক্ষেত্রে ব্যবহৃত হবে। আগামীতে এই প্রক্রিয়া আধুনিকায়নসহ সহজীকরণের বিষয়টিও প্রক্রিয়াধীন আছে।
অনলাইনে আবেদন সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে জানানো হয়, Online Application পেজে HSC/সমমান ও SSC/ সমমান পরীক্ষা সংক্রান্ত তথ্য সঠিকভাবে দিলে আবেদনকারী যে যে ইউনিটের জন্য যোগ্য তার তালিকা পাবে।
বিকাশ, ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং, ইউক্যাশ অথবা মোবিক্যাশ আউটলেটেরে মাধ্যমে প্রতিটি ইউনিটের জন্য নির্ধারিত ফি আলাদাভাবে প্রদান করে Transaction ID (TrxID) সংগ্রহ করা যাবে। প্রতিটি ইউনিটের জন্য প্রাপ্ত TrxID, আবেদনকারীর মোবাইল নম্বর প্রদান এবং ছবি আপলোডের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিটের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।
এ ছাড়া ভর্তি পরীক্ষার আবেদনের বিস্তারিত www.ru.ac.bd ওয়েবসাইটে জানা যাবে।