ইবি শিক্ষক সমিতিতে আওয়ামীপন্থীদের জয়
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০১৯-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত শাপলা ফোরামের পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে।
গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় অনুষদ ভবনের ৪২৭ নম্বর রুমে এই ভোট গ্রহণ শুরু হয়। পরে দুপুর দেড়টার দিকে ভোট গ্রহণ শেষ হয়। আর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মুহাম্মদ সোলায়মান।
ফল থেকে জানা যায়, নির্বাচনে শিক্ষক সমিতির সভাপতি পদে ১৭৬টি ভোট পেয়ে জয়লাভ করেছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন। সাধারণ সম্পাদক পদে ২১৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।
এ ছাড়া সহসভাপতি পদে ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম জিল্লু। যুগ্ম সম্পাদক পদে অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও কোষাধ্যক্ষ পদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যকরী পরিষদের নির্বাচিত সদস্যরা হলেন—মার্কেটিং বিভাগের সভাপতি জাকারিয়া রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান, ইনফরমেশন অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মেহের আলী, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, গণিত বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জয়শ্রী সেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মোট ভোটার ৪০৪ জন। ভোট প্রদান করেছেন ৩০৩ জন। একটি ভোট বাতিল হয়েছে। নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।