রুয়েটে হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ‘টিম মাস্টারমাইন্ড’

Looks like you've blocked notifications!

রাজশাহী প্রকৌশল ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে টিম মাস্টারমাইন্ড।

গত রোববার রাতে রুয়েট অডিটরিয়ামে এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান হয়।

আজ বৃহস্পতিবার আয়োজকদের সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় টিম মাস্টারমাইন্ড দ্রুত রেসপনসিভ অ্যাম্বুলেন্স সার্ভিস সমাধানের বিষয়ে ধারণা দেয়। তাদের দেওয়া এই ধারণা মানুষের সহজে অ্যাম্বুলেন্স সেবা পেতে সাহায্য  করবে এবং খরচও কমিয়ে আনবে।

টিম মাস্টারমাইন্ডের সদস্য ছিলেন রুয়েট শিক্ষার্থী রোজা আশরাফী মেধা, মেসবাউল স্নিগ্ধ, মেহেদি হাসান ও সায়েম আলভি। এ ছাড়া প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছে স্পেকিউলেটরস এবং দ্বিতীয় রানারআপ হয় টিম প্রাইম।

রোববারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ। তিনি বিজয়ীদের হাতে পুরস্কারের ক্রেস্ট ও সনদ  তুলে দেন।

এ সময় তিনি আশাবাদ জানান, আগামীতে ভারতে অনুষ্ঠিতব্য রিজিওনাল ফাইনালে এই দল ভালো করবে এবং রুয়েটের জন্য সুনাম বয়ে আনবে।

এ অনুষ্ঠানের ক্যাম্পাস ডিরেক্টর ছিলেন সামিউল ইসলাম সিফাত। তিনি আগামী বছরের মার্চে বিজয়ী দলকে নিয়ে ভারতে রিজিওনাল প্রোগ্রামে অংশগ্রহণ করবেন।