আওয়ামী লীগের ইশতেহার ঘোষণায় ছাত্রলীগের আনন্দ মিছিল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/12/18/photo-1545131339.jpg)
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের ইশতেহার ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ‘আওয়ামী লীগের ইশতেহার মানে বাংলাদেশের গণমানুষের ইশতেহার। আওয়ামী লীগ যা বলে, তা করে দেখায়। আর এই ইশতেহারে আগামীর বাংলাদেশ কেমন হবে, সেটাই ফুটে উঠেছে।’
এ ছাড়া ছাত্রলীগ কর্মীদের নিজ নিজ এলাকার প্রতিটি ভোটারের কাছে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও বিএনপি আমলের দুঃশাসন তুলে ধরে নৌকা মার্কায় ভোট চাওয়ার আহ্বান জানান ছাত্রলীগ সভাপতি।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেইন, ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেইনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।