ইবির ৯ প্রশাসনিক পদে রদবদল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/12/18/photo-1545151505.jpg)
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনিক গুরুত্বপূর্ণ ৯টি পদে পরিবর্তন এনেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা, পরিবহন প্রশাসক, ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক এবং পাঁচ আবাসিক হলের প্রভোস্ট পদে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র মতে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে অধ্যাপক ড. মাহবুবর রহমানের স্থলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইব্রাহিম আব্দুল্লাহকে নিয়োগ দেওয়া হয়েছে। ছাত্র উপদেষ্টা পদে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামের স্থলে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণকে এবং অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামকে অধ্যাপক ড. আনোয়ার হোসেনের স্থলে পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলা বিভাগের অধ্যাপক ইয়াসিন আলীকে টিএসসিসির পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট পদে মো. বখতিয়ার হাসানের স্থলে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দারকে, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট পদে অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়ার স্থলে আইন বিভাগের অধ্যাপক ড. আকরাম হোসেন মজুমদারকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট পদে অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়ার স্থলে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহারকে, লালন শাহ হলের প্রভোস্ট পদে প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমানের স্থলে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুল মোত্তালিবকে, দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট পদে অধ্যাপক ড. মিজানুর রহমানের স্থলে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীনকে নিয়োগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বিশ্ববিদ্যালয়ের কাজের গতিশীলতা বাড়াতে আগামী এক বছরের জন্য তাঁদেরকে নিয়োগ দিয়েছেন।