ছুটি শেষে খুলছে যবিপ্রবি

Looks like you've blocked notifications!

দীর্ঘ ছুটি শেষে ৫ জানুয়ারি শনিবার খুলছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। খোলার প্রথম দিন থেকেই ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীসহ অন্য সব বর্ষের শিক্ষার্থীদেরও যথানিয়মে ক্লাস অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আগামী ১৪ জানুয়ারি সোমবার প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন (নবীনবরণ) অনুষ্ঠিত হবে। ওরিয়েন্টেশনের অনুষ্ঠানসূচি পরে সবাইকে জানিয়ে দেওয়া হবে।

এদিকে ছুটি শেষে কাল শুক্রবার সকাল ১০টা থেকে শহীদ মসিয়ূর রহমান হল ও শেখ হাসিনা ছাত্রী হল খুলে দেওয়া হবে। হলে ওঠার সময় শিক্ষার্থীদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।