জাতীয় বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান পরীক্ষা স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান (ডিপ্লোমা) পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। আগামী ১১ অক্টোবর (রোববার) থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তী সময়ে সংশ্লিষ্ট সবাইকে জানানো হবে।