ডাকসু নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ চাইল ছাত্র ইউনিয়ন

Looks like you've blocked notifications!
অপরাজেয় বাংলার সামনে সমাবেশ করে ছাত্র ইউনিয়ন। ছবি : স্টার মেইল

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি জি এম জিলানী শুভ বলেছেন, ‘গত ২৮ বছরে বিভিন্ন ক্ষমতার পালাবদলে ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাসের চারণভূমিতে পরিণত হয়েছে। প্রশাসন যদি ডাকসু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে না পারে তাহলে সে নির্বাচন একটি প্রহসনে পরিণত হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ধরনের কোনো প্রহসনকে ছাড় দেবে না।’

আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আয়োজিত সমাবেশে এসব কথা বলেন শুভ।

ছাত্র ইউনিয়নের ছাত্র সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ যুগ্ম আহ্বায়ক নুরুল হক ‍নুরু, ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাজীব দাস।

জিলানী শুভ বলেন, ‘নির্বাচনের নামে কোনো প্রহসন শিক্ষার্থীরা মেনে নেবে না।’ তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে যে বাস্তবতা তৈরি হয়েছে, নির্বাচনের যে তারিখ নির্ধারণ করা হয়েছে কোনো অজুহাতে সেটা থেকে পিছু হটা চলবে না।’

ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফয়েজ উল্লাহ বলেন, ‘গঠনতন্ত্র সংশোধন না করে ভোটার তালিকা নিয়ে সুস্পষ্ট বক্তব্য না দিয়ে নির্বাচনের ঘোষণা দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের একটি বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এখানে ৬২ শতাংশ শিক্ষার্থী হলের বাইরে অবস্থান করছে। তারা হলের পরিস্থিতির সঙ্গে পরিচিত নয়। তাদের ভয় ভীতি প্রদর্শন করা হলে তারা হলের ভেতরে গিয়ে ভোট দিতে চাইবে না। নির্বাচনকে উৎসবমুখর করার জন্য একাডেমিক ভবনে ভোট দেওয়ার দাবি জানিয়েছি। আজকে যারা হলে ভোট দেওয়ার দাবি করছে তারা ভালো করেই জানে তারা শিক্ষার্থীদের দাবি-দাওয়া নিয়ে কখনো কথা বলেনি। বরং সবসময় তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়। তাই আমরা আশা করছি সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের দাবি-দাওয়াগুলো মূল্যায়ন করা হবে।’

ছাত্র ইউনিয়নের দাবির প্রতি সমর্থন জানিয়ে নুরুল হক নুর বলেন, ‘শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে আমরা সবাই একমত। আমরা জানি আজকে হলগুলোকে কীভাবে একটি সংগঠন তাদের রাজনীতি টিকিয়ে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তাই আমাদের সবার দাবি থাকবে হলের বাইরেই ভোটকেন্দ্র স্থাপন করা। সমাবেশ শেষে নেতাকর্মীদের একটি মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।’