চট্টগ্রাম বোর্ডের ৭ কেন্দ্রে পুরোনো প্রশ্নে নতুনদের পরীক্ষা

Looks like you've blocked notifications!
শনিবার এসএসসি পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সাতটি পরীক্ষা কেন্দ্রে অনিয়মিত শিক্ষার্থীদের প্রশ্নপত্র দিয়ে নিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়। ছবি : এনটিভি

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সাতটি পরীক্ষা কেন্দ্রে অনিয়মিত শিক্ষার্থীদের প্রশ্নপত্র দিয়ে নিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড সাতজন কেন্দ্র সচিবকে কারণ খুঁজে বের করার নির্দেশ দিয়েছে।

২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে যারা অকৃতকার্য হয়ে এবার ‘অনিয়মিত’ হিসেবে পরীক্ষা দিতে বসেছে তাদের প্রশ্নপত্র দিয়ে ভুলভাবে ২০১৯ সালের নিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ডা. খাস্তগীর বালিকা বিদ্যালয়, মিউনিসিপ্যাল মডেল স্কুল, পতেঙ্গা উচ্চ বিদ্যালয়, খাজা গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়, কক্সবাজারের পেকুয়া বালিকা বিদ্যালয়, উখিয়া উচ্চ বিদ্যালয় ও আদর্শ উচ্চ বিদ্যালয়ে একই ভুল হয়েছে।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহাবুব হাসান জানিয়েছেন, বাংলা প্রথম পত্রে নৈর্ব্যক্তিক (এমসিকিউ) প্রশ্নপত্রে নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ডা. খাস্তগীর সরকারী বালিকা বিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থী ভুল প্রশ্নে পরীক্ষা দিয়েছে। এ ছাড়া মিউনিসিপ্যাল স্কুলের ৭৭ জন, উখিয়া উচ্চ বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী ভুক্তভোগীর তালিকায় রয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শাহেদা ইসলাম বলেন, এমসিকিউ প্রশ্নপত্র বিতরণের সময় নিয়মিত শিক্ষার্থীদের অনিয়মিত এমসিকিউ প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে। এটি প্রশ্নপত্র বিতরণে ভুলের কারণে হয়েছে। কেন্দ্র সচিব ও পরীক্ষা পর্যবেক্ষকের ভুলের কারণে এ সমস্যা সৃষ্টি হয়েছে। তবে শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না বলে জানান শিক্ষা বোর্ড চেয়ারম্যান।