চারুকলার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত, অঙ্কন ১৭ অক্টোবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে স্নাতক-সম্মান শ্রেণির চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছয়টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া চারুকলা অনুষদের অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর সকাল ১০টায়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
‘চ’ ইউনিটে ১৩৫ (একশত পঁয়ত্রিশ) আসনের বিপরী ৭,৩১৯ জন ভর্তীচ্ছু লিখিত পরীক্ষায় অংশ নেয়। এতে আসনপ্রতি প্রতিদ্বন্দ্বীর সংখ্যা ৫৪ জন।
এ ছাড়া আগামী ১৬ অক্টোবর ‘গ’ ইউনিট, ৩০ অক্টোবর ‘ক’ ইউনিট এবং ৬ নভেম্বর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয় 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা।