জাবিতে সিনেট নির্বাচনে ভোট সম্পন্ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেটে ৩৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে শুরু হয়ে এ ভোটগ্রহণ চলে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩-এর ১৯ ধারা অনুযায়ী তিন বছর পরপর নির্বাচন হওয়ার নিয়ম থাকলেও এবার পাঁচ বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ রাতেই এর ফলাফল পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনপন্থী বলে পরিচিত আওয়ামী লীগপন্থী শিক্ষকরা ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকসমাজ’ নামক প্যানেলে এ নির্বাচনে অংশ নেন। অন্যদিকে বিএনপিপন্থী, বামপন্থীদের একাংশ এবং আওয়ামী লীগপন্থী শিক্ষকদের দুটি পক্ষ নিয়ে গঠিত আরেকটি প্যানেল ‘সম্মিলিত শিক্ষকসমাজ’ নির্বাচনে অংশ নেয়। এ দুটি প্যানেল ছাড়াও স্বতন্ত্র আটজন প্রার্থীসহ মোট ৭৪ জন শিক্ষক ৩৩টি পদের বিপরীতে নির্বাচন করেন।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। তিনি বলেন, ‘অত্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ৪৭৬ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করেছেন। দুপুর দেড়টা পর্যন্ত ভোট নেওয়ার কথা থাকলেও লাইনে ভোটার থাকায় দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।’ ভোটগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভোট গণনা শুরু হয়েছে। আজ রাতেই ফলাফল ঘোষণা করা হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন সব প্যানেলের শিক্ষকরা এবং নিজ নিজ প্রার্থীদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।