Beta

ঢাবি নীল দলের আহ্বায়ক হলেন অধ্যাপক মাকসুদ কামাল

১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৪ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৫

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। পুরোনো ছবি : এনটিভি

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নীল দলের (আওয়ামী লীগ ও বাম সমর্থিত) নতুন আহ্বায়ক হয়েছেন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি শিক্ষক লাউঞ্জে এক সাধারণ সভায় তিনি এই আহ্বায়ক মনোনীত হন।

সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী, এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে। কমিটির দুজন যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের শিক্ষক আবু হোসেন মুহম্মদ আহসান ও ইসলামের ইতিহাসের হুমায়ুন কবির।

অধ্যাপক মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বর্তমান ও তিনবারের নির্বাচিত সভাপতি।

Advertisement