ডাউন সিনড্রোম শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গতকাল শনিবার ভাষাশহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা প্রাঙ্গণে নিউরোডেভেলপমেন্টাল চ্যালেঞ্জেস (ডাউন সিনড্রোম, অটিজম, সিপি ও আইডি) বৈশিষ্ট্যসম্পন্ন শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডা. মো. কামাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন যোগাযোগ বৈকল্য (Communication Disorders) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. হাকিম আরিফ, ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের চেয়ারম্যান সরদার এ. রাজ্জাক, সৈয়দা মুনিরা ইসলাস, ক্রিয়েটিভ ডিরেক্টর, হাত বাড়িয়ে দিলাম, আরটিভি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. এম. আবু মো. দেলোয়ার হোসেন, ডিন কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পরিচালক, ভাষাশহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা। এ ছাড়া দেশের খ্যাতনামা সমাজকর্মী, মিডিয়া ব্যক্তিত্ব, সেলিব্রেটি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, নিউরোডেভেলপমেন্টাল চ্যালেঞ্জেস (ডাউন সিনড্রোম, অটিজম, সিপি ও আইডি) বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তি এবং তাদের পিতামাতারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের সমাজের মূলধারায় একীভূত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আয়োজন অত্যন্ত গুরুত্ব বহন করে।
এ ছাড়া বক্তারা বলেন, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে নিউরোডেভেলপমেন্টাল চ্যালেঞ্জেস (ডাউন সিনড্রোম, অটিজম, সিপি ও আইডি) বৈশিষ্ট্যসম্পন্ন শিশু-কিশোরদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে মাতৃভাষা রক্ষার্থে যাঁরা নীরবে জীবন উৎসর্গ করেছেন, তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।