ডাকসুতে প্রতিনিধিত্ব চায় ক্ষুদ্র নৃগোষ্ঠী
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) নিজেদের প্রতিনিধিত্ব চান ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা।
এই দাবিতে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আজ রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সংগঠনের নেতাকর্মীরা। লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল (বিএমএসসি) ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক নিছৈমং মারমা।
লিখিত বক্তব্যে বক্তারা ডাকসু নির্বাচনে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত, ঢাবির ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের জন্য পাঁচ ভাগ শিক্ষা কোটা বাস্তবায়ন, ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সংখ্যক আবাসিক সিট সংরক্ষণসহ তাঁদের নানা প্রত্যাশার কথা তুলে ধরেন।
সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক জেউন্স রিসার্চ ঘাগড়া।
২৮ বছর পর আগামী ১১ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তফসিল অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ২৬ ফেব্রুয়ারি মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ও মনোনয়ন বাছাই।
নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি। যাচাই-বাছাইয়ের পর ৩ মার্চ হলের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ভোট গ্রহণের জন্য ১১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।