ঢাবি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষ ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দুই হাজার ৯৬ আসনের বিপরীতে উত্তীর্ণ হয়েছেন চার হাজার ৩৫১ শিক্ষার্থী।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাবির কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এই ফল ঘোষণা করেন।
এ সময় উপাচার্য জানান, এবার ‘খ’ ইউনিটের জন্য মোট ৩১ হাজার ১৫২ শিক্ষার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ২৯ হাজার ৬৪৫। অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ২৪ হাজার ৯২২ জন। তিনি জানান, পরীক্ষা দেওয়া থেকে বিরত ছিলেন এক হাজার ৫০৭ শিক্ষার্থী। এ ছাড়া বিভিন্ন কারণে প্রশ্নপত্র বাতিল হয়েছে ৩৭২ জনের।
ফল পুনর্নিরীক্ষণের জন্য ‘ফি’ জমা সাপেক্ষে ২৪ থেকে ২৬ অক্টোবর কলা অনুষদের ডিন বরাবর আবেদন করা যাবে।
এ ছাড়া আগামী ৮ নভেম্বর কলা অনুষদের ডিনের কার্যালয়ে ‘খ’ অনুষদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
ফল জানতে লগইন করুন www.admission.eis.du.ac.bd—এই ঠিকানায়।
এ ছাড়া যেকোনো অপারেটর থেকে মোবাইল ফোনের মাধ্যমেও ফল জানা যাবে। এ ক্ষেত্রে du > স্পেস > kha > স্পেস > ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে ৬৩২১ এই নম্বরে পাঠিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে ফিরতি এসএমএসের মধ্যে ফল জানিয়ে দেওয়া হবে।
গত ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মোট ৬৯টি কেন্দ্রে একযোগে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর পরদিন শনিবার অনুষ্ঠিত হয় চরুকলা অনুষদের অধীন ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এ ছাড়া ১৬ অক্টোবর ‘গ’ ইউনিট, ৩০ অক্টোবর ‘ক’ ইউনিট এবং আগামী ৬ নভেম্বর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।