চার দাবিতে আবারও অনশনে ওয়ালিদ আশরাফ

Looks like you've blocked notifications!
চার দফা দাবিতে আবারও অনশন কর্মসূচি পালন করছেন ওয়ালিদ আশরাফ। ছবি : সংগৃহীত

তিন পয়েন্টে ভোটকেন্দ্র, গণমাধ্যম ও পর্যবেক্ষকদের নজরদারিসহ চার দফা দাবিতে অনশন শুরু করেছেন ওয়ালিদ আশরাফ।

আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভিসি চত্বরে বসে এ কর্মসূচি পালন করেন তিনি। এর আগে গত বছর ডাকসু নির্বাচনের দাবিতে টানা ১৫ দিন অনশন কর্মসূচি পালন করে আলোচনায় এসেছিলেন তিনি।

আশরাফের দাবিগুলো হলো- ‘খোলা মাঠে অথবা তিন পয়েন্টে ভোট কেন্দ্র চাই (টিএসসি, আইইআর এবং আইএসডব্লিউআর), গণমাধ্যম ও পর্যবেক্ষকদের নজরদারির অধিকার, সাম্যতা ও সহ-অবস্থানের পরিবেশ এবং ৪০ বছর বয়স পর্যন্ত প্রতিনিধিত্বের সুযোগ সৃষ্টি করা।’

ওয়ালিদ আশরাফ বলেন, ‘ডাকসু নির্বাচনের যেহেতু সব কার্যক্রম সম্পন্ন সেহেতু এই দাবিগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র এই দাবিতে একমত।’

এসব দাবি বাস্তবায়নে দুই সপ্তাহের মতো নির্বাচন পেছানোর দাবিও জানান ওয়ালিদ আশরাফ। তিনি বলেন, ‘দুই সপ্তাহের জন্য নির্বাচন পেছালেও বিশ্ববিদ্যালয়ের তেমন কোনো ক্ষতি হবে না। এর ফলে ছাত্র সংগঠনগুলোও তাদের নিজেদের গুছিয়ে আনতে পারবে।’