ডাকসুর স্বতন্ত্র জিএস প্রার্থী আসিফের প্রার্থিতা বাতিল

Looks like you've blocked notifications!
ডাকসু নির্বাচনে জিএস পদে স্বতন্ত্র প্রার্থী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র এ আর এম আসিফুর রহমানের মনোনয়ন বাতিল করেছে কর্তৃপক্ষ। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য গতকাল বুধবার প্রাথমিকভাবে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এই প্রার্থী তালিকায় নানা অসংগতির অভিযোগ উঠেছে।

ডাকসু নির্বাচন কর্তৃপক্ষ মোট সাতজনের প্রার্থিতা বাতিল করেছে। কারণ হিসেবে ছয়জনের ভোটার তালিকায় নাম না থাকার কথা উল্লেখ করা হয়েছে। আর একজনের ক্ষেত্রে তথ্যে অসম্পূর্ণতার কথা বলা হয়েছে।

সূত্র জানায়, ‘প্রক্রিয়া অনুসরণ করে মনোনয়ন দাখিল করলে’ও ডাকসু নির্বাচনে জিএস পদে স্বতন্ত্র প্রার্থী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র এ আর এম আসিফুর রহমানের মনোনয়ন বাতিল করেছে কর্তৃপক্ষ। অথচ নিয়মমাফিক সার্জেন্ট জহুরুল হক হলে তিনি মনোনয়নপত্র দাখিল করেছিলেন বলে দাবি করেছেন।

কিন্তু ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মাহফুজুর রহমান স্বাক্ষরিত প্রকাশিত ডাকসুর প্রার্থীদের তালিকায় আসিফুরের নাম নেই। আসিফুর রহমানের ক্ষেত্রে লেখা হয়েছে ‘তথ্যে অসম্পূর্ণতা’। 

প্রার্থিতা বাতিল করায় ক্ষোভ প্রকাশ করেছেন আসিফুর রহমান। তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনের সব বিধি মেনে মনোনয়নপত্র দাখিল করা সত্ত্বেও জিএস পদের প্রাথমিক প্রার্থী তালিকা থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। প্রশাসনের এই সিদ্ধান্ত একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত, শিশুসুলভ ও হাস্যকর।’

ডাকসুর ভোটার প্রার্থী তালিকায় অসংগতির বিষয়ে জানতে চাইলে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ‘আমরা যাচাই-বাছাই করে খসড়া তালিকা প্রকাশ করেছি। কারোর আপত্তি থাকলে সে জানাতে পারে।’