Beta

ঢাবির হলে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

১১ এপ্রিল ২০১৯, ০০:০৯ | আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ০০:১২

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইয়াবাসহ আটক দুই ছাত্র। ছবি : এনটিভি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে ইয়াবাসহ দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় হলের ১৭৪ নম্বর কক্ষ থেকে ইয়াবাসহ ওই দুজনকে অাটক করেন আবাসিক শিক্ষকরা। তারা ওই কক্ষে বসে নিয়মিত ইয়াবা সেবন করতেন।

আটক দুজন হলেন সাবিরুল ইসলাম সনেট ও আল আমিন। তাঁরা দুজনই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

সাবিরুল ইসলাম সনেট সূর্যসেন হল শাখা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক। তিনি ২০১৫-১৬ সেশনে বিশ্ববিদ্যালয়ে জালিয়াতি করে ভর্তি হয়েছিলেন বলে গণমাধ্যমে খবর বের হয়।

সাবিরুল ইসলাম সনেট মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক ছাত্র আর আলামিন বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র।

আটকের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই সাহেব আলী বলেন, তিন পিস ইয়াবা ও ইয়াবা বিক্রি করা ৫ হাজার ২৪০ টাকাসহ দুজনকে আটক করা হয়েছে। তাদেরকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা হবে।

এ বিষয়ে সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক মাকসুদ কামাল বলেন, দুজনকে আটক করা হয়েছে৷ তাদের কাছে ইয়াবা পাওয়া গেছে। তাদের পুলিশে দেওয়া হয়েছে। বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement