বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমস্যার সমাধানের দাবি ডাকসুর

Looks like you've blocked notifications!
বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট দ্রুত সময়ের মধ্যে নিরসন করতে কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ডাকসু। ছবি : এনটিভি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উদ্ভূত চলমান সংকট দ্রুত সময়ের মধ্যে নিরসন করতে কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। 

গতকাল বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডাকসু এ দাবি জানায়। ডাকসুর সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানীর এক লিখিত বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে ৩১ দিনব্যাপী  শান্তিপূর্ণ আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে একপ্রকার অচলাবস্থা বিরাজ করছে।  তাঁদের এ আন্দোলনকে যৌক্তিক বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমণ্ডলীও সংহতি প্রকাশ করে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন এবং ৫৬ জন শিক্ষক প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন। গতকাল থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা আমরণ অনশন ধর্মঘট পালন করছেন।’

‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের আন্দোলনে সংহতি প্রকাশ করে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং উদ্ভূত সমস্যা দ্রুততম সময়ে সমাধানে যথাযথ কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’ 

লিখিত বক্তব্যে আরো বলা হয়, ‘আমরণ অনশন থেকে তিন শিক্ষক ও ছয় শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শিক্ষার্থীদের দাবি না মেনে উপাচার্য মহোদয় আন্দোলনকারীদের নানাভাবে হুমকি প্রদানসহ শিক্ষক ও কর্মকর্তাদের বেতন-ভাতা বন্ধ করার মতো হঠকারী সিদ্ধান্ত নিয়েছেন, যা খুবই উদ্বেগের বিষয়।’