ঢাবি ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবক পুলিশে

Looks like you've blocked notifications!
গতকাল শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় মনিরুল ইসলাম জেবিনকে আটক করেছে পুলিশ। ছবি : এনটিভি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় মনিরুল ইসলাম জেবিন নামের এক বহিরাগত যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ ঘটনা ঘটে।

আটক মনিরুল কুমিল্লার হোমনা উপজেলার বাসিন্দা। তিনি লেখালেখির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের একাধিক প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী এনটিভি অনলাইনকে জানান, ফজিলাতুন্নেছা মুজিব হলের এক আবাসিক ছাত্রীকে কয়েকদিন ধরে অনুসরণ করছিলেন মনিরুল। গতকাল সন্ধ্যায় ওই ছাত্রী টিএসসিতে গেলে মনিরুল তাঁকে অনুসরণ করতে থাকেন। আসলেই তাঁকে অনুসরণ করা হচ্ছে কি না, তা যাচাই করতে ওই ছাত্রী টিএসসি থেকে রোকেয়া হলের দিকে যান। এ সময় মনিরুলও রোকেয়া হলের দিকে যান। ওই ছাত্রী আবার রোকেয়া হল থেকে টিএসসি এলে মনিরুল আবারও তাঁর পিছু নেন। এরপর ওই ছাত্রী বিষয়টি তাঁর বন্ধুদের জানালে সেখানে তাঁরা মনিরুলকে আটক করেন। পরে ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংস্কৃতিবিষয়ক সম্পাদক আসিফ তালুকদার বহিরাগত মনিরুলকে প্রক্টরিয়াল টিমের মাধ্যমে শাহবাগ থানায় সোপর্দ করেন।

এ বিষয়ে জানতে চাইলে আসিফ তালুকদার এনটিভি অনলাইনকে বলেন, ‘ঢাবির একজন ছাত্রীকে ওই বহিরাগত অনুসরণ করছিলেন। পরে আমরা ঘটনার সত্যতা যাচাই করি। অনেকেই উত্যক্ত করার বিষয়টি নিশ্চিত করেন। এরপর তাঁকে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করি। পরে প্রক্টরিয়াল বডি মনিরুলকে শাহবাগ থানায় সোপর্দ করে।’

এ ব্যাপারে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাহেব আলী বলেন, ‘ওই বহিরাগত মনিরুলকে থানায় রাখা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে নানা অসংলগ্ন কথা বলেন তিনি। আমরা তাঁর মোবাইলে পর্ণগ্রাফি পেয়েছি।’

ফজিলাতুন্নেছা মুজিব হলের ওই ছাত্রী মামলা করলে মনিরুলের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই সাহেব আলী।