এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সমাবর্তনে চেরি ব্লেয়ার

Looks like you've blocked notifications!
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সমাবর্তন অনুষ্ঠানে এক কৃতী শিক্ষার্থীর সঙ্গে আচার্য চেরি ব্লেয়ার। ছবি : এনটিভি

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের আচার্য চেরি ব্লেয়ার বলেছেন, গ্র্যাজুয়েটদের বিশ্বব্যাপী মানবাধিকার, পরিবেশ ও গণতন্ত্র রক্ষায় আগামী দিনে নেতৃত্ব দিতে হবে।

শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে চেরি ব্লেয়ার এ কথা বলেন। নগরীর একটি পাঁচ তারকা হোটেলে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়।

সমাবর্তন অনুষ্ঠানে আফগানিস্তানের রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা ও মন্ত্রী ড. মোহাম্মদ হুমায়ুন কোয়াহুমি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্মলা রায় বক্তব্য দেন। অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে অনারারী ডিগ্রি দেওয়া করা হয়।

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য চেরি ব্লেয়ার গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে তাদের বিশ্বব্যাপী নারীদের নেতৃত্ব এগিয়ে নেওয়ার মানসিকতায় কাজ করার আহ্বান জানান। চেরি ব্লেয়ার গ্র্যাজুয়েটদের মেধা ও যোগ্যতার মাধ্যমে আগামী দিনে বিশ্বব্যাপী নীতিনির্ধারণ, নারীর প্রতি সহিংসতা রোধে কাজ করার পরামর্শ দেন।

এবার বাংলাদেশসহ এশিয়ার ১৬টি দেশের ১০০ শিক্ষার্থীকে গ্র্যাজুয়েট সনদ দেওয়া করা হয়। পরে তারা তাদের অনুভূতি ব্যক্ত করেন।