ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি

৩০১ জনের মধ্যে ৯৯ জনকে অযোগ্য বললেন পদবঞ্চিতরা

Looks like you've blocked notifications!
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেন। ছবি : ফোকাস বাংলা

বাংলাদেশ ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির ৯৯ জনকে বিতর্কিত ও অযোগ্য বলে চিহ্নিত করেছেন ওই কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা। তাদের পক্ষে ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক সাইফ বাবু আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ৯৯ জনের একটি তালিকা প্রকাশ করেন।

এর আগে বুধবার রাতে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ১৭ জন বিতর্কিতের মধ্যে ১৫ জনের নাম প্রকাশ করেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

পদবঞ্চিতদের তৈরি করা ৯৯ জনের মধ্যে অনেকের বিরুদ্ধে অস্ত্র ব্যবসা, মাদকসেবন ও মাদকব্যবসায় জড়িত থাকার অভিযোগ তুলেছেন পদবঞ্চিতরা। অনেকে বিবাহিত বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া, ব্যবসা, ঠিকাদারি, চাকরিবাকরির সঙ্গে জড়িতরাও কমিটিতে স্থান পেয়েছেন বলে অভিযোগ তাঁদের। কমিটিতে রয়েছেন সংগঠনে নিষ্ক্রিয়, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত, হত্যা ও ডাকাতি মামলার আসামি, ছিনতাইকারী, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত, জামায়াত-শিবির ও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত পরিবারের সদস্যরাও।

তালিকায় থাকা সেই ৯৯ জন হলেন :

১. সহসভাপতি তানজিল ভূইয়া তানভীর

২. সহসভাপতি রেজাউল করিম সুমন

৩. সহসভাপতি আরেফিন সিদ্দিক সুজন

৪. সহসভাপতি আতিকুর রহমান খান

৫. সহসভাপতি বরকত হোসেন হাওলাদার

৬. সহসভাপতি আবু সালমান প্রধান শাওন

৭. সহসভাপতি শাহরিয়ার কবির বিদ্যুৎ

৮. সহসভাপতি ফুয়াদ রহমান খান

৯. সহসভাপতি সাদিক খান

১০. সহসভাপতি তৌহিদুল ইসলাম চৌধুরী

১১. সহসভাপতি এস এম তৌফিকুল হাসান সাগর

১২. সহসভাপতি তৌহিদুর রহমান হিমেল

১৩. সহসভাপতি মাহমুদুল হাসান

১৪ সহসভাপতি সৃজন ভূইয়া

১৫. সহসভাপতি তৌহিদুর রহমান পরশ

১৬. সহসভাপতি কামাল খান

১৭. সহসভাপতি আবু সাইদ

১৮. সহসভাপতি খালিদ হাসান নয়ন

১৯. সহসভাপতি আমিনুল ইসলাম বুলবুল

২০. সহসভাপতি রুহুল আমিন

২১. সহসভাপতি সোহানী হাসান তিথি

২২. সহসভাপতি মাহমুদুল হাসান তুষার

২৩. সহসভাপতি এস এম হাসান আতিক

২৪. সহসভাপতি সুরঞ্জন ঘোষ

২৫. সহসভাপতি জিয়ান আল রশিদ

২৬. সহসভাপতি সোহেল রানা

২৭. সহসভাপতি মুনমুন নাহার বৈশাখী

২৮. সহসভাপতি তরিকুল ইসলাম

২৯. সহসভাপতি শহিদুল ইসলাম

৩০. সহসভাপতি ফরহাদ হোসেন তপু

৩১. সহসভাপতি তানজীদুল ইসলাম শিমুল

৩২. সহসভাপতি এম সাজ্জাদ হোসেন

৩৩. সহসভাপতি আলিমুল হক

৩৪. সহসভাপতি তৌহিদুল ইসলাম জহির

৩৫. সহসভাপতি মাজহারুল ইসলাম মিরাজ

৩৬. সহসভাপতি রাকিব উদ্দিন

৩৭. যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী

৩৮. যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল ভূইয়া

৩৯. যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদুল হাসান রুপম

৪০. সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম

৪১. সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহান

৪২. সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন

৪৩. ধর্ম সম্পাদক তাজউদ্দিন

৪৪. বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আসিফ ইকবাল অনিক

৪৫. কৃষি সম্পাদক এস এম মাসুদুর রহমান মিঠু

৪৬. পাঠাগার সম্পাদক জাভেদ হোসেন

৪৭. আইন সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাৎ

৪৮. অর্থ সম্পাদক মো. রাকিব হোসেন

৪৯. আন্তর্জাতিক সম্পাদক রাকিনুল হক চৌধুরী ছোটন

৫০. উপপ্রচার সম্পাদক সিজাদ আরেফিন শাওন

৫১. উপদপ্তর সম্পাদক মাহমুদ আব্দুল্লাহ বিন মুন্সি

৫২. উপগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সৌরভ নাথ

৫৩. উপসাংস্কৃতিক সম্পাদক আফরীন লাবনী

৫৪. উপ-আন্তর্জাতিক সম্পাদক ওয়াহিদুজ্জামান লিখন

৫৫. উপ-আন্তর্জাতিক সম্পাদক ফুয়াদ হাসান

৫৬. উপ-আন্তর্জাতিক সম্পাদক এস এম মাহবুবুর রহমান সালেহী

৫৭. উপপাঠাগার সম্পাদক রুশী চৌধুরী

৫৮. উপগণশিক্ষা সম্পাদক মনিরুজ্জামান তরুণ

৫৯. উপত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সালেকুর রহমান শাকিল

৬০. উপত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ফেরদৌস শাহরিয়ার নিলয়

৬১. উপত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সালেকুর রহমান শাকিল

৬২. উপস্বাস্থ্য ও চিকিৎসাসেবা সম্পাদক শফিউল ইসলাম সজিব

৬৩. উপস্বাস্থ্য ও চিকিৎসাসেবা সম্পাদক ডা. শাহজালাল

৬৪. উপস্বাস্থ্য ও চিকিৎসাসেবা সম্পাদক শফিউল ইসলাম সজিব

৬৫. উপগণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক সালাউদ্দিন জসিম

৬৬. উপগণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক সুশোভন অকর

৬৭. উপগণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক নাজমুল হুদা সুমন

৬৮. উপবেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মো. তুষার

৬৯. উপবেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম সাকিব

৭০. উপ-আপ্যায়ন সম্পাদক শাহরীয়ার মাহমুদ রাজু

৭১. উপমানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক হিরণ ভূঁইয়া

৭২. উপমানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক বেলাল মুন্না

৭৩. উপকর্মসংস্থান বিষয়ক সম্পাদক অভিমুন্য বিশ্বাস অভি

৭৪. উপকর্মসংস্থান বিষয়ক সম্পাদক আল ইমরান

৭৫. উপপ্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মেসকাত হোসেন

৭৬. উপপ্রচার সম্পাদক আরিফ শেখ

৭৭. উপপ্রচার সম্পাদক নিলায়ন বাপ্পী

৭৮. উপক্রীড়া সম্পাদক বায়েজিদ কোতয়াল

৭৯. উপ-অর্থ সম্পাদক মহসিন খন্দকার

৮০. উপদপ্তর সম্পাদক মোমিন শাহরিয়ার

৮১. উপনাট্য বিতর্ক সম্পাদক মাজহারুল কবির শয়ন

৮২. উপকৃষি শিক্ষা সম্পাদক রবিউল ইসলাম হাসিব মীর

৮৩. উপমুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক আরিফ হোসেন

৮৪. সহসম্পাদক জাফর আহমেদ ইমন

৮৫. সহসম্পাদক আব্দুল্লাহ

৮৬. সহসম্পাদক সামিহা সরকার

৮৭. সহসম্পাদক ফারজানা ইসলাম রাখি

৮৮. সহসম্পাদক তামান্না তাসনিম তমা

৮৯. সহসম্পাদক মেহেদী হাসান রাজু

৯০. সহসম্পাদক আঞ্জুমান আরা অনু

৯১. সহসম্পাদক আসিফ রায়হান

৯২. সহসম্পাদক শফিকুল ইসলাম কোতয়াল

৯৩. সহসম্পাদক শেখ আরজু

৯৪. সহসম্পাদক সোহেল রানা শান্ত

৯৫. সহসম্পাদক রনি চৌধুরী

৯৬. সহসম্পাদক ওমর ফারুখ পাংকু

৯৭. সহসম্পাদক রেজাউল করিম

৯৮. সদস্য ইন্দ্রনীল দেব শর্মা রনি

৯৯. সদস্য ফয়সাল করিম দাউদ খান

সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সাবেক কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন, সাবেক দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা, সাবেক উপ-অর্থ সম্পাদক তিলোত্তমা শিকদার, জসিম উদদীন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহেদ খান, বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন রহমান, কুয়েত মৈত্রী হলের সভাপতি ফরিদা পারভীনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন করে তালিকা প্রকাশের বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, যে ৯৯ জনের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদের যাচাই-বাছাই করা হবে। অভিযোগ সত্য হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে তা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তুলে ধরার জন্য সবার প্রতি আহ্বান জানান শোভন।

গতকাল ১৭ জনকে অভিযুক্ত করার ব্যাপারে শোভন বলেন, সুরঞ্জন ঘোষ তাঁর একাডেমিক সনদ দেখিয়েছেন। সেখানে তাঁর বয়স ঠিক আছে। সেজন্য তাঁকে স্বপদে বহাল রাখা হয়েছে। অন্যদের অব্যাহতি দেওয়া হয়েছে।