জাবিতে ভর্তি পরীক্ষা শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ রোববার সকাল ৯টায় গণিত ও পদার্থবিষয়ক অনুষদের ভর্তি পরীক্ষা শুরু হয়।
ওই অনুষদে বিকেল ৫টা পর্যন্ত ছয় শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জাবি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ ও দুটি ইনস্টিটিউটে দুই হাজার আসন আছে। এর বিপরীতে এ বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে আবেদন করেছেন দুই লাখ ২৬ হাজার ৫৭২ শিক্ষার্থী।
জীববিজ্ঞান অনুষদে আসনপ্রতি সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ অনুষদে প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দেবেন ১১২ জন। অনুষদের ৩৬৫টি আসনের জন্য আবেদন করেছেন ৪১ হাজার ৭৯ জন।
অন্য অনুষদগুলোর মধ্যে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদে ৪৫০টি আসনের জন্য ৩৮ হাজার ৮৫০টি, সমাজবিজ্ঞান অনুষদের ৩৫৫টি আসনের বিপরীতে ১৮ হাজার ৮৫২টি, বিজনেস স্টাডিজ অনুষদের ২০০টি আসনে ১৮ হাজার ৪৭২টি আবেদন পড়েছে।
ভর্তি পরীক্ষার আসনবিন্যাস ও অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.juniv.edu/admission) থেকে জানা যাবে।
আজ সকালে বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করেছেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আমির হোসেন।
যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।