ঢাবি ‘চ’ ইউনিটের ফল প্রকাশ, অকৃতকার্য ৯৭ শতাংশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/10/27/photo-1445928145.jpg)
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ২ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। বাকি ৯৭ দশমিক ৩৬ শতাংশ শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।
এ বছর ‘চ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল সাত হাজার ৩০৭। পরীক্ষায় অংশ নেন পাঁচ হাজার ৬৩৬ জন। বিভিন্ন কারণে পরীক্ষায় অনুপস্থিত ছিলেন এক হাজার, ৬৭১ জন। পাস করেন ১৪৯ জন। অনুত্তীর্ণ পাঁচ হাজার ৪৮৬ জন এবং ফল বাতিল করা হয়েছে একজনের।
এই ইউনিটে প্রথম হয়েছেন শহীদ জিয়াউর রহমান কলেজের শিক্ষার্থী তন্ময় শেখ। তাঁর প্রাপ্ত নম্বর ১৬৮ দশমিক ২৮। দ্বিতীয় হয়েছেন পাবনার সাঁথিয়া কলেজের শিক্ষার্থী সুমন কুমার পাল। তিনি পেয়েছেন ১৬৫ দশমিক ৬৯ নম্বর। তৃতীয় হয়েছেন ফয়েজ তালুকদার (১৬৪ দশমিক শূন্য ৫)।
গত ১০ অক্টোবর ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৪৯৬ জন শিক্ষার্থী কৃতকার্য হন। এদের মধ্যে গত ১৭ অক্টোবর অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৪৯ শিক্ষার্থী পাস করেন। এ বছর চারুকলায় আসনসংখ্যা ১৩৫টি।
পরীক্ষার ফল জানতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।
তা ছাড়া যেকোনো অপারেটরের মোবাইল ফোন থেকে du cha
কৃতকার্য হওয়া সব শিক্ষার্থীকে ২৮ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত এবং বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
বিভিন্ন কোটায় আবেদনকারীরা ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট কোটার ফরম চারুকলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে ডিন অফিসে জমা দিতে হবে।