‘মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের সচেতনতা বাড়াতে হবে’

Looks like you've blocked notifications!
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাইকেল শোভাযাত্রার উদ্বোধন করা হয়। ছবি : এনটিভি

মহাত্মা গান্ধীর অহিংস আন্দেোলনের বার্তা সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাশ।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে এক সাইকেল শোভাযাত্রার ‌উদ্বোধনকালে এ আহ্বান জানান রিভা গাঙ্গুলি। ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাইকেল শোভাযাত্রাটি ঢাবির কলাভবন, ফুলার রোড ও জগন্নাথ হল হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। ঢাবির সাইক্লিং ক্লাবের সদস্যরা এতে অংশ নেন।

এ সময় রিভা গাঙ্গুলি দাশ বলেন, ‘গান্ধীজির অহিংস আন্দেোলনের বার্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমরা জানি, গান্ধীজির বার্তা অনেককে অনুপ্রাণিত করেছে। সে রকম নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিংয়ের ক্ষেত্রেও ঘটেছে। যেখানে মানুষ অবিচারের বিরুদ্ধে আওয়াজ তুলতে চায়, সেখানে গান্ধীজি তাঁর জন্য অনুপ্রেরণা।’

এ সময় ঢাবির উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, গান্ধীজির যে মেসেজ ‘নন-ভায়োল্যান্ট মুভমেন্ট’ একটা আদর্শ, সেটি যেন স্মরণে রাখি। এটি যেন সব আন্দোলনের একমাত্র পাথেয় হয়। পৃথিবী, সমাজ, সভ্যতা এগিয়ে যাবে, বাসযোগ্য থাকবে, এটিই ছিল গান্ধীজির দর্শন। এটি আমাদের নতুন প্রজন্মের মধ্যে দীর্ঘদিন ধরে ক্রিয়াশীল থাকবে সেই প্রত্যাশা রাখি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন, সহকারী প্রক্টর মো. আবদুর রহিম প্রমুখ।