জাবির আ ফ ম কামালউদ্দিন হলের পুনর্মিলনী ১৩ নভেম্বর
‘স্মৃতির টানে ফিরছি কামালউদ্দিনে’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আ ফ ম কামালউদ্দিন হলের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হবে আগামী ১৩ নভেম্বর। ১৯৮৬ সালে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ ফ ম কামালউদ্দিনের নামে নির্মিত হয় ছাত্রদের এই আবাসিক হল।
বিশ্ববিদ্যালয়ের ১৪তম ব্যাচ (১৯৮৪-৮৫ শিক্ষাবর্ষ) থেকে শুরু করে ৪৪তম ব্যাচের (২০১৪-১৫ শিক্ষাবর্ষ) অন্তর্ভুক্ত এ হলের সাবেক ও বর্তমান আবাসিক শিক্ষার্থীদের নিয়ে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। পুনর্মিলনী আয়োজক কমিটির কোষাধ্যক্ষ ওয়ালীউল্লাহ ওলি এনটিভি অনলাইনকে এসব তথ্য জানান।
এ ছাড়া রেজিস্ট্রেশন ও অন্যান্য প্রয়োজনে ০১৭১৯০৪৩৬৮৩, ০১৭২৩৪৫৫৪১৮ ও ০১৯১৩২৬৮৫২৫ নম্বরে যোগাযোগ করা যাবে।
পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক গ্রুপে (facebook.com/groups/427986520707281) পুনর্মিলনী-সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।