আগামীকাল থেকে বাউবির এসএসসি পরীক্ষা শুরু
আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত এসএসসি পরীক্ষা।
বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম পরিচালক মো. আবুল কাসেম শিকদার আজ বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এ পরীক্ষা প্রতি শুক্রবার ও শনিবার সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। আগামী ৪ ডিসেম্বর (শুক্রবার) এ পরীক্ষা শেষ হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের এসএসসি পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট এক লাখ ৩৪ হাজার ৫৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে প্রথম বর্ষে ৮৬ হাজার ৭৬১ জন এবং দ্বিতীয় বর্ষে ৪৭ হাজার ৮২০ জন অংশ নিচ্ছে। সারা দেশে ৪৪১টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রশাসনের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।