‘নিজের পিস্তলের গুলিতে’ ছাত্রলীগ নেতা আহত

Looks like you've blocked notifications!
ছাত্রলীগের কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক উপসম্পাদক মো. মেশকাত হোসেন। ছবি : সংগৃহীত

নিজের পিস্তলের গুলিতে ছাত্রলীগের কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক উপসম্পাদক মো. মেশকাত হোসেন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলসংলগ্ন মল চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

পরে আহত অবস্থায় মেশকাতকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেশকাত গতকাল রাতের দিকে বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের গেটে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি বিকট (গুলির) শব্দ শোনা যায়। দেখা যায়, মেশকাতের ডান পায়ের হাঁটুর ওপর থেকে রক্ত বের হচ্ছে। তখন মেশকাত তাঁর পকেটে থাকা পিস্তল বের করে আবার পকেটে রেখে দেন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে মেশকাতের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থলে থাকা তাঁর বন্ধু সাগর এনটিভি অনলাইনকে বলেন, ‘মেশকাত নিজের পায়ে নিজে গুলি করেননি। অজ্ঞাত কেউ তাঁকে গুলি করে পালিয়ে যায়।’

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মেশকাতের সঙ্গে লোড করা পিস্তল ছিল। সেটি লক করা ছিল না। তাই অসাবধানতায় চাপ পড়ে পিস্তল থেকে গুলি বের হয়ে নিজের পায়ে লাগে। মেশকাতের সঙ্গে সব সময় অস্ত্র থাকে বলেও জানান তাঁরা।

হলের দায়িত্বরত কয়েকজন কর্মচারী বলেন, ‘ঘটনাস্থলে মেশকাতকে পড়ে থাকতে দেখা গেছে, যা সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত। সিসিটিভির ফুটেজে এগুলো সংরক্ষিত আছে। কিন্তু এই ফুটেজ দেখানো আমাদের দ্বারা সম্ভব নয়। সিসিটিভি ফুটেজ দেখতে হল প্রাধ্যক্ষের অনুমতি নিয়ে দেখতে হবে।’

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘ঘটনাটি শুনেছি। তিনি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।’