গণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৩ মার্চ
গণ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৩ মার্চ শুক্রবার। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত ও মৌখিক পরীক্ষা ১৩ মার্চ সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১২টায় শেষ হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কেবলমাত্র অধূমপায়ী শিক্ষার্থীরা ৫০০ টাকায় ভর্তি পরীক্ষার ফরম ও নির্দেশিকা সংগ্রহ করতে পারবে। ভর্তিচ্ছুদের এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে সিজিপিএ ২.৫ থাকতে হবে।
মির্জানগরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস অথবা ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে ফরম সংগ্রহ করা যাবে। ১১ মার্চের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার মীর মুর্তজা আলী এনটিভি অনলাইনকে বলেন, ‘এবার ১৬টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করানো হবে। গণ বিশ্ববিদ্যালয় বছরে দুবার শিক্ষার্থী ভর্তি করে থাকে।’