পদত্যাগ করলেন ভিসি নাসির

Looks like you've blocked notifications!
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খোন্দকার নাসির উদ্দিন। পুরোনো ছবি : এনটিভি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক খোন্দকার নাসির উদ্দিন পদত্যাগ করেছেন। আজ সোমবার বিকেলে তিনি সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির দপ্তরে গিয়ে সাক্ষাৎ করে পদত্যাগের ইচ্ছে ব্যক্ত করেন। পরে তিনি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুল্লাহ আল হাসান চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন।

এর আগে গতকাল রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গঠিত তদন্ত কমিটি উপাচার্যের পদ থেকে অধ্যাপক খোন্দকার নাসির উদ্দিনকে প্রত্যাহারের সুপারিশ করে।

ওই সুপারিশ সম্পর্কে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ গতকাল এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়ে বিলম্ব না করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খোন্দকার নাসির উদ্দিনের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছি। বিষয়টি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিধায় আমরা দ্রুত রিপোর্ট দেওয়ার জন্য তদন্ত কমিটিকে বলেছি। কমিটি আজই (রোববার) আমার হাতে রিপোর্ট দিয়েছে। রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি এটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। আমরা ব্যবস্থা গ্রহণের অথরিটি নই। আমরা সুপারিশ করতে পারি। সেটাই আমরা করেছি। এখন তাঁর (অধ্যাপক খোন্দকার নাসির উদ্দিন) বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।’

ইউজিসি চেয়ারম্যান আরো বলেন, ‘আমরা গত ২৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। পরের দিনই ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. আলমগীরকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেই। সরেজমিনে গিয়ে তদন্ত শেষে রোববার কমিটি রিপোর্ট পেশ করেছে।’

অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগে উপাচার্য অধ্যাপক খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা গত ১৯ সেপ্টেম্বর থেকে আন্দোলন করে যাচ্ছে। তীব্র আন্দোলনের মুখে উপাচার্যের অনিয়মের ঘটনা তদন্ত করে সুপারিশ পেশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় ইউজিসিকে দায়িত্ব দেয়। তদ্ন্ত শেষে ইউজিসি রোববার সুপারিশসহ প্রতিবেদন পেশ করে।