মধুর চেয়ার-টেবিল ছাত্রলীগের ‘দখলে’, ছাত্রদল বসল মাটিতে

Looks like you've blocked notifications!
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বসার জায়গা না পেয়ে মাটিতে বসেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : এনটিভি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন ছাত্রলীগ দখল করে রাখায় ছাত্রদলের নেতাকর্মীরা বাধ্য হয়ে মাটিতে বসেছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ছাত্রদলের অভিযোগ, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে সমর্থকরা মধুর ক্যান্টিনের সব চেয়ার-টেবিল দখল করে রেখেছে। তাঁদের উদ্দেশ্য ছাত্রদলকে ক্যাম্পাসে আসতে না দেওয়া।

ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এনটিভি অনলাইনকে অভিযোগ করে বলেন, ‘কয়েক দিন ধরে ছাত্রলীগ মধুর ক্যান্টিনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের চেয়ার-টেবিল দখলে নিয়ে যাচ্ছে। আজকেও ছাত্রলীগ চেয়ার-টেবিল দখলে নিয়ে গেছে। এটি শুধু মধুর ক্যান্টিনের চিত্র নয়, বরং এ দখলদারিত্বের চিত্র সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সন্ত্রাসী ও অরাজকতার চিত্রকে মনে করিয়ে দিচ্ছে।’

এদিকে, মধুর ক্যান্টিনে গিয়ে বসার জায়গা না পাওয়ার অভিযোগ বাম ছাত্রসংগঠনের নেতাকর্মীদেরও। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাবি শাখার সভাপতি সালমান সিদ্দিকী এনটিভি অনলাইনকে বলেন, ‘ছাত্রলীগ পুরো বিশ্ববিদ্যালয় দখল করে নিয়েছে। তারা হল দখল করে শিক্ষার্থীদের গণরুমে রাখছে। গেস্টরুমে অত্যাচার করছে। এবার তারা অন্য রাজনৈতিক সংগঠনগুলোকে কার্যক্রম করতে না দেওয়ার জন্য মধুর ক্যান্টিনও দখল করে রেখেছে। মধুতে আমাদের বসার জায়গাসহ সাংবাদিকদের টেবিল সবই দখলে নিয়েছে।’

সালমান সিদ্দিকী আরো অভিযোগ করেন, ‘মধুর ক্যান্টিনে তারা যেভাবে দখল করে রাখছে, অনেক সময় শিক্ষক-শিক্ষার্থীরা নাশতা খেতে এলে তাঁরাও ফিরে যান। এগুলো শিষ্টাচারবহির্ভূত। আমরা তাদের সঙ্গে বহুবার কথা বলেছি, কিন্তু তারপরও তারা গুরুত্ব দিচ্ছে না। আমরা এ ব্যাপারে সব ছাত্রসংগঠনকে নিয়ে আলোচনা করব।’

এ বিষয়ে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এনটিভি অনলাইনকে বলেন, ‘ছাত্রদল যে অভিযোগ করেছে, তা ঠিক নয়। আমরা আমাদের কার্যক্রম প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি। সে হিসেবেই আমরা নেতাকর্মীদের নিয়ে মধুতে বসি।’