ঢাবিতে ফাহাদের গায়েবানা জানাজায় মানুষের ঢল
ছাত্রলীগের মারধরে নিহত বুয়েটের ছাত্র আবরার ফাহাদের গায়েবানা জানাজায় ছিল মানুষের ঢল। শিক্ষার্থীদের পাশাপাশি জানাজায় অংশ নেয় সর্বস্তরের মানুষ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাজু ভাস্কর্যের সামনে ওই জানাজা অনুষ্ঠিত হয়।
ওই গায়েবানা জানাজা পড়ান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।
ডাকসু ভিপি নুরুল হক নুরের আহ্বানে ওই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। ফাহাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ভিপি নুর বলেন, ‘কোনো ছাত্র যদি অন্যায় অপরাধ করে থাকে, তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে। তাদের হাতে তুলে দেন। তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীদের গায়ে হাত তোলার অধিকারটা কে দিল?’
ডাকসু ভিপি আরো বলেন, ‘ঢাবির স্যার এএফ রহমান হলের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আবু বকর নিহত হয়েছিলেন। এসএম হলের শিক্ষার্থী হাফিজুর রহমান মোল্লা ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের দলদাস প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।’
জানাজা শুরুর আগে ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তিনি বলেন, ‘আজ পুরো বাংলাদেশের মানুষ নির্যাতিত। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরশাসকদের দূর করতে হবে।’
এদিকে বুয়েট শিক্ষার্থী আবরারের হত্যাকারীদের ফাঁসিসহ আট দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে বুয়েট ক্যাম্পাস। আবরারের হত্যাকারীদের ফাঁসির দাবি তুলেছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ‘বুয়েটের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে মিছিল শুরু করে শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে তারা।
অন্যদিকে ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ শিক্ষার্থীদের একটি মিছিল বুয়েট শহীদ মিনারে শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে।