বুয়েটে ছাত্র-শিক্ষক রাজনীতি থাকবে না : শিক্ষক সমিতি

Looks like you've blocked notifications!
বুয়েট শহীদ মিনারে আজ বুধবার শিক্ষক সমিতির মানববন্ধন। ছবি : এনটিভি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতির সভাপতি এ কে এম মাসুদ বলেছেন, ‘আমরা সব শিক্ষকরা এক সঙ্গে বসেছিলাম। সেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি যে, বুয়েটে ছাত্র এবং শিক্ষকদের রাজনীতি থাকবে না। এটার দরকারও নেই।’ আজ বুধবার দুপুরে বুয়েটের শহীদ মিনার চত্বরে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

এ কে এম মাসুদ বলেন, ‘শিক্ষার্থীরা চায়, শিক্ষকরাও চাচ্ছে বুয়েটে রাজনীতি বন্ধ হোক। কারণ, যে রাজনীতি শিক্ষার্থীদের কল্যাণে আসবে না তার কী দরকার? আমরা সব শিক্ষক বসে এই সিদ্ধান্ত নিয়েছি।’

অবস্থান কর্মসূচি শেষে শহীদ মিনারে মানববন্ধনে দাঁড়ায় শিক্ষক সমিতি। সে সময়ও এ কে এম মাসুদ রাজনীতি বন্ধ হওয়া নিয়ে একই কথা বলেন। তবে   তিনি বলেন, ‘ছাত্র-শিক্ষকদের রাজনীতি বন্ধ হলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে কোনো দলীয় রাজনীতি থাকবে না।’

গত রোববার রাতে বুয়েটের শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই ঘটনার পর থেকে বুয়েটসহ সারা বাংলাদেশের ছাত্র সমাজ ফুঁসে উঠে। সঙ্গে মিলিত হয় বুয়েটের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা। তারপর থেকেই সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধের ডাক দেন। সেই দাবির সঙ্গে একমত পোষণ করে আজ এ কে এম মাসুদ এই মন্তব্য করেন।