আবরারের রুমমেট মিজান আটক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় আরো এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশের গোয়েন্দা (ডিবি) ও অপরাধতথ্য শাখা।
মো. মিজানুর রহমান মিজান নামের ওই শিক্ষার্থীকে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় শেরেবাংলা হল থেকে আটক করা হয় বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউজ পোর্টালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শেরেবাংলা হলের মেস বয় আবদুল কাদের এনটিভি অনলাইনকে বলেন, ‘দুপুরে পুলিশ মিজানকে হলের ১০১১ নম্বর কক্ষ থেকে আটক করে নিয়ে গেছে। নিহত আবরার ফাহাদও একই রুমে ছিলেন। তাঁরা রুমমেট।’
মিজান বিশ্ববিদ্যালয়ের ওয়াটার রিসোর্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। এর আগে আজ সকালে রাজধানীর সবুজবাগ এলাকার একটি বাসা থেকে বুয়েট শাখা ছাত্রলীগের উপ-আইনবিষয়ক সম্পাদক অমিত সাহাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবি পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম।
গ্রেপ্তার অমিত সাহা আবরার হত্যাকাণ্ডের পর থেকেই আলোচনার শীর্ষে রয়েছেন তিনি। বুয়েটের শিক্ষার্থীরা দাবি করেছিলেন, আবরার হত্যাকাণ্ডের ঘটনায় অমিত সাহাও জড়িত। আবরারকে বুয়েটের শেরেবাংলা হলের যে ২০১১ নম্বর কক্ষে পিটিয়ে হত্যা করা হয়, সেই কক্ষে থাকতেন অমিত।
গত রোববার রাতে বুয়েটের শেরেবাংলা হলে মেধাবী ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় সোমবার রাতে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরারের বাবা মো. বরকত উল্লাহ। সেই রাতেই বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ ১১ জনকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
এদিকে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় এ পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঘটনার তদন্তের দায়িত্ব পুলিশের গোয়েন্দা বিভাগকে দেওয়া হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, সহসভাপতি মুহতাসিম ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন, তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার, ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন, সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মনির, উপসমাজকল্যাণ সম্পাদক ইফতি মোশাররফ সকাল, উপদপ্তর সম্পাদক মুজতবা রাফিদ, দুই সদস্য মুনতাসির আল জেমি ও এহতেশামুল রাব্বি তানিম এবং শামসুল আরেফিন রাফাত, মনিরুজ্জামান মনির, মো. আকাশ হোসেন, সাখাওয়াত ইকবাল অভি, অমিত সাহা ও মিজানুর রহমান মিজান।