রাবি শিক্ষার্থীর ওপর হামলায় দুই ছাত্রলীগ কর্মী কারাগারে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ফিরোজ আনামকে মারধরের ঘটনায় দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মির্জাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে মতিহার থানা পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বিশ্ববিদ্যালয় সংলগ্ন মির্জাপুর এলাকার বাসিন্দা অনিক মাহমুদ বনি ও একই এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান মিঠু। বনি রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ড্রপ আউট হওয়া শিক্ষার্থী ও মিঠু রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তারা উভয়েই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘জিজ্ঞাসাবাদের পর ঘটনার সঙ্গে গ্রেপ্তারকৃতদের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হই। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আদালতে তাদের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে। তবে রিমান্ড আবেদনের শুনানি হয়নি।’
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের পেছনে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফিরোজ আনামের কাছ থেকে ছিনতাইয়ের সময় তাঁর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা। এতে ফিরোজের মাথা ফেটে গুরুতর জখম হন। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখনো তিনি চিকিৎসাধীন। এ ঘটনায় শুক্রবার রাতেই ফিরোজ বাদী হয়ে নগরীর মতিহার থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন।