রাবিতে শিক্ষক হতে সব প্রথম শ্রেণি লাগবে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক হওয়ার জন্য প্রার্থীদের যোগ্যতা বাড়িয়ে নতুন নীতিমালা প্রণয়ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন থেকে কাউকে শিক্ষক হতে হলে শিক্ষাজীবনের চারটি পরীক্ষাতেই প্রথম শ্রেণি থাকতে হবে।
গতকাল শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৪৬২তম সিন্ডিকেট সভায় এ নীতিমালা প্রণয়ন করা হয়। আজ রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।
অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্বে যদি কোনো শিক্ষার্থীর প্রথম শ্রেণি না থাকে নতুন নীতিমালায় অনুযায়ী তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবেন না। কিন্তু আগের নীতিমালা অনুযায়ী যেকোনো দুটিতে প্রথম শ্রেণি থাকলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারতেন।
নতুন নীতিমালায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পদের জন্য আবেদনকারীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ৫ পয়েন্টের মধ্যে ৪.৫ পয়েন্ট এবং স্নাতক ও স্নাতকোত্তরে ৪ পয়েন্টের মধ্যে ৩.৫ পয়েন্ট থাকতে হবে। এর নিচে কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার জন্য আবেদন করতে পারবেন না।
এ ছাড়া কোনো বিভাগে যদি একাধিক শিক্ষার্থীর স্নাতক ও স্নাতকোত্তরে ৩.৫ পয়েন্ট থাকে তাহলে মেধাক্রম অনুযায়ী প্রথম থেকে সপ্তম স্থান পর্যন্ত শিক্ষার্থীরাই কেবল আবেদন করতে পারবে।
আগামীতে এ বিশ্ববিদ্যালয়ে মেধাবীদের জায়গা করে দিতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ নতুন নীতিমালা প্রণয়ন করেছে বলেও জানান উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।