কালকের পরীক্ষা স্থগিত
আগামীকাল বুধবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিএনপির নেতৃত্বাধীন ২০ দল হরতালের সময় বাড়ানোয় পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা পরে কবে অনুষ্ঠিত হবে, শিক্ষা মন্ত্রণালয় তা পরবর্তী সময়ে জানিয়ে দেবে।
শিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
সারা দেশে গত ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এবারের এসএসসি পরীক্ষা ও সমমানের পরীক্ষায় প্রায় ১৫ লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও হরতালের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। এরপর থেকে হরতালের কারণে বেশ কয়েকবার পরীক্ষা পেছাতে হয়েছে।
নির্ধারিত সময়সূচি অনুয়ায়ী আগামীকাল ৪ মার্চ সকালে বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), গার্হস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়) এবং সংগীত (তত্ত্বীয়) হওয়ার কথা ছিল। এ ছাড়া একই দিন বিকেলে আরবি, সংস্কৃত, পালি, কর্মমুখী শিক্ষা (তত্ত্বীয়), কম্পিউটার শিক্ষা (তত্ত্বীয়), শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়), বেসিক ট্রেড (তত্ত্বীয়), চারু ও কারুকলা (তত্ত্বীয়) পরীক্ষার সময় নির্ধারিত ছিল।