শাবিপ্রবির শিক্ষার্থী বহিষ্কার

Looks like you've blocked notifications!

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আসিফ হোসেন রনি নামের নৃবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা করেছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে। প্রশাসনের পক্ষ থেকে আজ সোমবার এ তথ্য জানানো হয়েছে।

গতকাল রোববার দুপুর ২টার দিকে ফুটবল খেলায় কথাকাটাকাটির জের ধরে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ এবং ইন্ডাস্ট্রিয়াল ও পলিমার ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আইপিই বিভাগের তিন শিক্ষার্থী আহত হন।

সংঘর্ষ থামাতে গিয়ে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত হন সহকারী প্রক্টর জাহিদ হাসান।

আজ দুপুরে সহকারী প্রক্টর ওমর ফারুক জানান, সংঘর্ষের সময় এক সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করার অভিযোগে নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী আসিফ হোসেন রনিকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

পাশাপাশি প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরীকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।