রাবিতে শহীদ শাহজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ শাহজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে অবস্থিত শাহজাহান সিরাজের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ ও আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র শরিফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসক তবিবুর রহমান শেখ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান চঞ্চল, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক প্রমুখ।
এ ছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) রাজশাহী মহানগর শাখার পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ শিবলী ও শফিকুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন।
সামরিক শাসনবিরোধী ৪৮ ঘণ্টা হরতাল পালন করতে গিয়ে ১৯৮৪ সালের ২২ ডিসেম্বর তৎকালীন বিডিআরের গুলিতে শহীদ হন শাহজাহান সিরাজ। তিনি তখন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।