৩ মার্চের এসএসসি পরীক্ষা ২০ মার্চ
৩ মার্চে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২০ মার্চ এবং ৪ মার্চের পরীক্ষা ২১ মার্চ অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামীকাল বুধবারের দাখিল পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এ পরীক্ষার সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্যকর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী এনটিভি অনলাইনকে মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
২০ মার্চ শুক্রবারের পরীক্ষা হবে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত। ২১ মার্চের শনিবারের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত।
এ ছাড়া ২০ দলীয় জোটের হরতালের কারণে আগের ঘোষণা অনুযায়ী ১২ ফেব্রুয়ারির স্থগিত এসএসসি ও সমমানের পরীক্ষা ১৩ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ১ মার্চের স্থগিত পরীক্ষা ১৪ মার্চ শনিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। একই কারণে স্থগিত করা ৮, ৯ ও ১১ মার্চের পরীক্ষার তারিখ পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সুবোধ চন্দ্র ঢালী।