ঢাবির চার ছাত্র বহিষ্কার
সাংবাদিকের সাথে অসদাচরণ ও সাংবাদিক লাঞ্ছনার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চার ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ণ করার কারণে আরো চার ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
সাময়িকভাবে বহিষ্কৃতরা হলেন তাসলিম হাসান তুহিন (শিক্ষাবর্ষ : ২০১৩-২০১৪, প্রথম বর্ষ, সমাজবিজ্ঞান বিভাগ, হাজী মুহাম্মদ মুহসীন হল), আলী আব্বাস (শিক্ষাবর্ষ : ২০১৩-২০১৪, প্রথম বর্ষ, অপরাধবিজ্ঞান বিভাগ, হাজী মুহাম্মদ মুহসীন হল), কামরুল হাসান সুমন (শিক্ষাবর্ষ : ২০১৩-২০১৪, প্রথম বর্ষ, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ, হাজী মুহাম্মদ মুহসীন হল) এবং শাহরিয়ার নাজিম শাওন (শিক্ষাবর্ষ : ২০১৩-২০১৪, প্রথম বর্ষ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউট, সলিমুল্লাহ মুসলিম হল)।
বার্তা সংস্থা বাসস জানায়, গত সোমবার বাংলাদেশ বনাম ইংল্যান্ডের খেলা শেষে টিএসসি চত্বরে আনন্দ উল্লাসরত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক ছাত্রী ও ইউএনবিতে কর্মরত এক নারী সাংবাদিকের সাথে অসদাচরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতিকে লাঞ্ছনার অভিযোগে ওই চার ছাত্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রক্টরিয়াল বিধির ৫(২) ধারা অনুযায়ী সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ণ করার কারণে যে চার ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাঁরা হলেন বাহাউদ্দিন রাদিক (দর্শন বিভাগ), আবদুল হাকিম বকুল (উর্দু বিভাগ), শাহরিয়ার সনেট (দর্শন বিভাগ) ও আতিকুর রহমান (ব্যাকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ)।