রাবির নতুন ওয়েব পোর্টাল চালুর উদ্যোগ
নতুন ওয়েব পোর্টাল চালুর উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।
আজ শনিবার সকালে নতুন ওয়েব পোর্টাল ও ডিজিটাল সার্ভিসবিষয়ক এক কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন এ তথ্য জানান।
এ বিষয়ে জনসংযোগ দপ্তরের প্রশাসক মো. মশিহুর রহমান বলেন, এই পোর্টালে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সাধারণ তথ্যাদি ছাড়াও বিভিন্ন সেবা ও শিক্ষার্থী সংশ্লিষ্ট বিষয়ে তথ্য থাকবে। বহুমুখী ব্যবহারযোগ্য এই পোর্টালের মাধ্যমে ঘরে বসেই সহজে বিভিন্ন আবেদনপত্র পূরণ, ফিস জমা দেওয়া, ভর্তি ও পরীক্ষার আনুষঙ্গিক কাজ সম্পন্ন করা যাবে।
এ ছাড়া এতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, বেতন-ভাতাদিসহ চাকরি সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সংরক্ষণের ব্যবস্থা থাকবে বলেও জানান জনসংযোগ দপ্তরের প্রশাসক।
কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান ও কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. খাদেমুল ইসলাম মোল্লার সভাপতিত্বে কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক এফ এম মাহবুবর রহমান, অগ্রণী ব্যাংক লিমিটেডের রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক এস এম নূরুল আহসান প্রমুখ।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যালয় প্রধান এবং তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল সার্ভিস সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।