জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষের ফল প্রকাশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/01/28/photo-1422425054.jpg)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৭টায় এ ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ২৪১টি কলেজের এক লাখ ৫৭ হাজার ৬৪২ জন পরীক্ষার্থী ২৭টি বিষয়ে পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৯৫ দশমিক শূন্য ২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে এবং যেকোনো মোবাইল ফোনের Message অপশনে গিয়ে nuh3 স্পেস Roll নম্বর লিখে ১৬২২২ নম্বরে Send করে ফল জানতে পারবেন।
একইসঙ্গে ২০১২ সালের চতুর্থ বর্ষের যেসব শিক্ষার্থী ২০১২ সালের তৃতীয় বর্ষ মান উন্নয়ন পরীক্ষায় অংশ নেন, তাঁদেরও ফলাফল প্রকাশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।