কারিগরি কলেজে প্রথম ৪ বছরের ডিপ্লোমা কোর্স
সরকারের নির্দেশনায় দেশে এবারই প্রথম সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু হচ্ছে। এসএসসি অথবা এইচএসসি পাস সব ছাত্রই এই কোর্স গ্রহণ করতে পারবেন। তাদের মধ্যে ৬৫ শতাংশ শিক্ষার্থী বিভাগীয় বৃত্তিলাভ করবে।
সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজেও এই ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে এসব কথা বলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোদাচ্ছের আলী। তিনি বলেন, এই কোর্সে থেকে শিল্প কারখানায় বাস্তব প্রশিক্ষণকালেও শিক্ষার্থীরা ভাতা পাবেন। তা ছাড়া ছাত্রীরা বিনা বেতনে পড়ার সুযোগ পাবেন। কোর্স সম্পন্ন করে আত্মকর্মসংস্থান ছাড়াও চাকরির সুবিধা রয়েছে।
আজ শনিবার নিজ প্রতিষ্ঠানের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অধ্যক্ষ মোদাচ্ছের এসব কথা তুলে ধরেন। তিনি জানান, এ জন্য প্রচার-প্রচারণা দরকার। অভিভাবক ও শিক্ষার্থী সবারই বিষয়টি অবগত হওয়া দরকার। পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং মানবসম্পদ উন্নয়নে কারিগরি শিক্ষা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করছে বলেও জানান তিনি।
অধ্যক্ষ জানান, সাতক্ষীরায় প্রাথমিকভাবে এবার কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি এবং পাওয়ার এই দুটি ট্রেডে শিক্ষার্থী ভর্তি চলছে। একই সঙ্গে এইচএসসি ভোকেশনালেও চারটি ট্রেডে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আনিসুর রহমান, ফেরদৌস আরেফিন, শেখ আবদুল আলিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।