জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তির মেধাতালিকা কাল
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হবে আগামীকাল মঙ্গলবার।
বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে এলএলবি প্রথম পর্ব/পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম/ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)/এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্সের মেধাতালিকা প্রকাশ করা হবে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এ কথা উল্লেখ করা হয়েছে।
ফলাফল পেতে বিকেল ৪টা থেকে এসএমএসের (খুদেবার্তা) মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে (nuatpmroll no) লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং রাত ৯টায় ওয়েবসাইট
www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd থেকে ফল পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।